কার্যকর পড়াশোনার কৌশল

গতানুগতিক পড়ালেখা থেকে বেরিয়ে আসুন এবং স্মার্ট স্টাডি টেকনিকের মাধ্যমে আপনার শেখার পটেনশিয়াল আনলক করুন।

লেখকের কথা:

"স্কুল-কলেজ আমাদেরকে “কী” পড়তে হবে সেটা বললেও— “কীভাবে” (ইফেক্টিভলি) পড়তে হবে সেটা শেখায় না। H𝗼𝘄 𝘁𝗼 𝗦𝘁𝘂𝗱𝘆 𝗘𝗳𝗳𝗲𝗰𝘁𝗶𝘃𝗲𝗹𝘆? বিগত ১৪ বছর ধরে আমি এই প্রশ্নের উত্তর খুঁজছি। Here is everything I’ve learned and experienced about—'Effective Study Hacks'..."

০১

Active Recall

কোন পড়া একবার বুঝে সেটাকে বারবার দেখে Re-read না করে এক্টিভলি মনে করার চেষ্টা করা। তথ্যনির্ভর পড়াশোনায় টপিকটার মেইন কী-ওয়ার্ড, বোল্ড পয়েন্টস এবং মেইন থিমগুলো মনে করার চেষ্টা করুন। ম্যাথের ক্ষেত্রে প্রশ্ন সলভ করাই এক্টিভ রিকলের বেস্ট পন্থা।

"Re-reading will give you an illusion of capture, but you will face adversary in your exam. Therefore, Active recall is the way of life."
০২

পরীক্ষার আগে রিভিশন

যেকোনো পরীক্ষা ক্র্যাক করার বেস্ট ওয়ে হচ্ছে বিগত বছরের প্রশ্ন সলভ করা এবং প্রশ্নগুলোকে ডিবি পুলিশের মতো এনালাইসিস করে সেই টপিকগুলো দখলে আনা।

যেমন: HSC-এর প্রতিটা চ্যাপ্টারের উপর টেস্ট পেপার থেকে ২০ সেট প্রশ্ন বুঝে সলভ করলেই ৯০% প্রস্তুতি শেষ।

"You've to crack the anatomy of Question pattern to dominate any exam. Must."
০৩

সঠিক উপায়ে নোট করা

যে টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং একই সাথে আপনি দুর্বল, শুধু সেগুলোই নোট করবেন। 'বাংলাদেশের রাজধানী ঢাকা'—এটাও খাতায় তুলবেন? What the Fuchka! 🤥

(10 Minute School-এর গ্রুপে পোস্ট দেয়ার জন্যে নোট করলে ওটাকে নোট বলে না, ওটাকে বলে ❝ঢং❞)

"A good note is a single player phenomenon. If It's a general one, It's not a good note."
০৪

পড়ার সেশন ও সময়

আমি পারসোনালি ৫০ মিনিট পড়ার পর ১০ মিনিট ব্রেক নিই। আপনি চাইলে ২৫ মিনিট পড়া, ৫ মিনিট ব্রেক—এই পদ্ধতিও ফলো করতে পারেন।

২ কাজ একসাথে করবেন না, ব্রেন মাল্টিটাস্কিং পারে না। দিনে ২ সাবজেক্ট পড়াটাই সাজেস্টেড, ৪/৫টা পড়লে ইফেক্টিভনেস কমে যায়।

০৫

রুটিনের সঠিক ব্যবহার

কঠিন রুটিন (৭:০৬ - ৭:১০ = পাওরুটি খাওয়া) আবেগী, কাজের না। এর চেয়ে প্ল্যান করুন। ৬ মাসের প্ল্যানকে মাস, সপ্তাহ ও দিনে ভাগ করুন।

পড়া ও ঘুমের টাইম ফিক্সড রাখুন, কিন্তু সাবজেক্ট ফিক্সড না। যখন যেটা পড়তে ভালো লাগে, পড়ুন। বোরিং লাগলে অন্য সাবজেক্টে সুইচ করুন।

০৬

ভোরের পাখি নাকি রাতের প্যাঁচা?

আমি ভোরে পড়তে সাজেস্ট করবো। তবে আপনি লেট নাইটের লোক হলে ওই সময়েই পড়বেন। নিজের বেস্ট ৪ ঘণ্টা (আমার জন্য 4am to 8am) খুঁজে বের করে সেই সময়টাকে একদম ইবাদাতের মতো কাজে লাগাবেন।

০৭

ধারাবাহিকতা

একজন ধারাবাহিক মানুষ ঐশ্বরিকভাবে এমনকিছু বরকত পায় যেটা অন্যরা পায় না।
আমার নানা বলতেন— “সপ্তাহের ৭ দিন, ২ দিন ২০ ঘন্টা করে পড়া থেকে, প্রতিদিন ২ ঘন্টা করে ৭ দিন পড়া বেশি কার্যকর।”

০৮

কঠিন চ্যাপ্টার হ্যান্ডেল করা

জৈব যৌগ বা ক্যালকুলাসের মতো কঠিন চ্যাপ্টারগুলোকে 'ডেইলি ডোজ' হিসেবে ভাবুন, চ্যাপ্টার হিসেবে নয়। প্রতিদিন ঘুমানোর আগে ৬০ মিনিট করে ক্যালকুলাস প্র্যাক্টিস করতাম, মাসের পর মাস। অন্য চ্যাপ্টারগুলো দিন-ভিত্তিক পড়তাম (যেমন: ৪ দিন সরলরেখা), কিন্তু এগুলো চলত প্রতিদিন।

০৯

ফোকাস ধরে রাখার উপায়

পড়া শুরুর ৫ মিনিট আগে হাঁটাহাঁটি করুন। ব্রাউনিয়ান নয়েজ শুনুন। ব্যক্তিগতভাবে আমি ফোকাস বাড়াতে যা করি:

  • শাওয়ার নিই
  • ডিপ ব্রিদিং এক্সারসাইজ করি
  • ট্রেন্ডি পেজ/নিউজ চ্যানেল ব্লক রাখি
  • পড়ার ব্রেকে কবিতা পড়ি
১০

চিল ডে বা ট্রিট দিন

প্রতি মাসে ২ দিন নিজেকে ট্রিট দিন। নো স্টাডি, অনলি চিল! ইয়োওওও...✌️

ওই ২ দিন মোবাইল চালানো বাদে যা চিল করা যায় সব এলাউ। মোবাইল রিফ্রেশমেন্টের বদলে আপনার এনার্জি আরো খেয়ে দিবে। ওটা একদম বাদ।

১১

পর্যাপ্ত ঘুম

আপনার সময়ে কুলোচ্ছে না তার মানে ঘুম কমাতে হবে—ব্যাপারটা এমন না। আমি ২-৩ ঘণ্টা ঘুমিয়েও দেখেছি, লাভ হয় না, লস আর লস।
লাল চোখ দেখে মা জিগ্যেস করতো— "কীরে, খারাপ সঙ্গে মিশছিস নাতো?"☺️